পুত্র সন্তান লাভের সুনিশ্চিত উপায় (How to conceive a baby boy 100 percent)





আসসালামু আলাইকুম

পোস্টটি পড়ে আপনারা যা জানতে পারবেন-

- পুত্র সন্তান নিয়ে মানুষের মনে ভ্রান্তি ধারণা, 

- বৈজ্ঞানিক উপায়ে পুত্র সন্তান লাভের উপায়,

- পুত্র সন্তান লাভে নিয়মিত মাসিকের গুরুত্ব।


ছেলে সন্তান পাওয়া নিয়ে মানুষের আগ্রহ অনেক।অনেকে বেশ কিছু নতুন নতুন উপায় বের করছেন। এটা নিয়ে এমন এমন ঘটনা আছে যা শুনলে আপনারা অবাক হবেন। একটা ঘটনা আছে ঘটনাটি ফ্রান্সের

২০০-২৫০ বছর আগের কথা। সম্ভ্রান্ত পরিবারের পুরুষেরা বাম দিকের অণ্ডকোষ বেধে রাখত,  কেউ কেউ অণ্ডকোষ কেটে ও ফেলত যাতে পুত্র সন্তান হয়। এই যে এই কাজটা তারা করত সেটার পেছনে তাদের একটা ভ্রান্ত ধারণা ছিল। বৈজ্ঞানিক ভাবে শোনা যায় এর একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো পুরুষের তো দুটি অণ্ডকোষ থাকে তারা চিন্তা করত দুটার কাজ আলাদা। দুইটা দেখতে ও একটু আলাদা। একটা বড় এবং একটা ছোট থাকে। ডান দিকের টা  সাধারণত বড় হয়। তাই তারা  মনে করত ডান দিকের টা থেকে ছেলে বাম দিকের অণ্ডকোষ থেকে মেয়ে হয়। তাই বাম দিকের টা বেধে রাখত বা কেটে ফেলত।

ফ্রান্সের লোকজনের এই ধারণার কারণে সে দেশের একজন বিজ্ঞানী, তার বইয়ে তিনি বলেছেন এই অণ্ডকোষ কেটে ফেলা এটা খুব সহজ একটা অপারেশন। দাঁত ফেলানোর মতো। ছেলে সন্তান পাওয়ার জন্য এ ব্যাথা যথসামান্য।

এমন এমন পুরুষ আছে যারা ভীতু তাদের জন্য আর একটা উপায় আছে তা তাদের স্ত্রীদের জন্য। সেটি হলো সহবাসের পর তাদের স্ত্রীরা এক পাশে কাত হয়ে শুয়ে থাকবে। কারণ পুরুষের দুটি অন্ডকোষের মতো নারীদের ও দুইটি ডিম্বাশয় থাকে। এক দিকের ডিম্বাশয়ে ছেলে হয় অন্যদিকের ডিম্বাশয়ে মেয়ে হয়।তো এখন যেই লিঙ্গের সন্তান নিবেন সেইদিক কাত হয়ে শুয়ে থাকত।

তবে এ ক্ষেত্রেও ওই বিজ্ঞানী বলছে যে ছেলেরা অণ্ডকোষ কেটে ফেললে সেটি আরও বেশি কার্যকর হবে ছেলে সন্তান পাওয়ার জন্য। মেয়েরা বেশি উপযোগী নয়।তারপরেও ছেলে যদি ভীতু হয় সে ক্ষেত্রে এ পদ্ধতি করা যেতে পারে ।


এটা নিয়ে  তিনি একটা বই লিখেছিলেন বইটা তখন অনেক জনপ্রিয় হয়েছিল। এখন এসব কথা শুনলে হাস্যকর মনে হয়। বইয়ের নাম খুব সুন্দর ছিল বইটার নাম হচ্ছে দি আর্ট অফ হাভিং বুক অর্থাৎ ছেলে সন্তান পাওয়ার আর্ট বা শিল্প।

বর্তমানে বাংলাদেশে কিছু ভুয়া সাধুবেশী  মানুষ তারা সমাজে নানা ধরনের কুসংস্কার রটাচ্ছে এবং ভন্ডামীর মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। সন্তান লাভের প্রতিশ্রুতি দিয়ে হয়রানি করছে। বিশেষ করে যাদের সন্তান নেই তারা এই ভুল পথে পা বাড়াচ্ছে। 


পুত্র সন্তান লাভের বৈজ্ঞানিক উপায়ে 

এখন আমি আপনাদের কাছে বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। যে বিষয়টা আপনারা অবলম্বন করলে পুত্র সন্তানের জন্ম দিতে পারবেন। প্রথমে আপনাদেরকে জানতে হবে পুত্র সন্তান কিভাবে হয়। নারীদের যে ক্রোমোজোম টি আছে তা XX এবং পুরুষদের যে ক্রোমোজোম আছে তা XY। সুতরাং মেয়েদের যে ক্রোমোজোম হয় তা X ডিম্বাণু দিয়ে তৈরি হয়। আর পুরুষদের যে শুক্রাণু তা কিছুটা X ক্রোমোজোম দিয়ে আর কিছুটা Y ক্রোমোজোম দিয়ে গঠিত হয়। যদি Y কমিউনিকেশনের শুক্রাণুটি X কমিউনিকেশন এর শুক্রাণুকে নিষিক্তিকরণ করে তাহলে পুত্র সন্তান হবে। আর যদি x কমিউনিকেশন এর শুক্রাণুটে  X কমিউনিকেশনের শুক্রানুকে নিষিক্তিকরণ করে তাহলে কন্যা সন্তান হবে। এখানে যদি আপনি X ক্রোমোজোমের শুক্রাণুটিকে Y ক্রোমোজোমের শুক্রানুর সাথে মিলন করাতে পারেন, তাহলে পুত্র সন্তান হবে। (How to increase Y sperm count for baby boy)


শুক্রাণু মিলনের মাধ্যমে পুত্র সন্তান লাভ করার পদ্ধতি

পুরুষ এবং নারী মেলামেশার ফলে পুরুষের শরীর থেকে দুই ধরনের শুক্রাণু নারীর শরীরে প্রবেশ করে। এই দুই ধরনের শুক্রাণুর মধ্যে Y ক্রোমোজোমের শুক্রাণু নারীর শরীরে খুবই দ্রুত প্রবেশ করে এবং X ক্রোমোজোম এর শুক্রাণু আস্তে আস্তে প্রবেশ করে। Y ক্রোমোজোম এর শুক্রানুর বেঁচে থাকার যে আয়ুষ্কাল তা X ক্রোমোজোমের শুক্রাণু থেকে কম। Y ক্রোমোজোম শুক্রাণু এক থেকে তিন দিন বেঁচে থাকে। আর X  ক্রমোজোমের শুক্রাণু এক থেকে পাঁচ দিন বেঁচে থাকে। এক্ষেত্রে কিন্তু শুক্রাণুর গড় আয়ুষ্কাল ৭২ ঘন্টা ধরা হয়। আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, তখন টিউব এ যদি ডিম্বাণু আপনার শুক্রাণুর আগে উপস্থিত না থাকে তাহলে Y ক্রোমোজোমের শুক্রাণুটি আগে টিউবে উপস্থিত হবে এবং X ক্রোমোজোম শুক্রাণুটি ধীরগতিতে আস্তে আস্তে পরে উপস্থিত হবে। Y ক্রোমোজোমের শুক্রাণুটি আগে উপস্থিত হওয়ায় সম্ভবত তা মারা যাবে। কারণ টিউবে ডিম্বানুর উপস্থিতি না থাকায় Y ক্রোমোজোম শুক্রাণু টি নিষিক্তিকরন হতে পারবে না। আর X ক্রোমোজোমের শুক্রাণুটি আস্তে আস্তে যাওয়াই ডিম্বাণুর সাথে মিলন হবে। X এবং Y শুক্রানুর মধ্যে যে শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে আগে মিলন হবে সেই শুক্রাণুটি বেঁচে যাবে। সুতরাং মেলামেশার সময় খেয়াল রাখবেন টিউবে যাতে ডিম্বানু আগে উপস্থিত হয়। (Which is the best time to conceive a boy)

এক্ষেত্রে আপনাকে ওভুলেশন পিরিয়ড ট্রাক করতে হবে। যে সময় অভুলেসন পিরিয়ড হবে সে সময় পর্যন্ত আপনাকে রিলেশন চালিয়ে যেতে হবে।


নিয়মিত মাসিকের ভূমিকা

এক্ষেত্রে আরো একটি লক্ষ্মনীয় বিষয় আছে যে মাসিক নিয়মিত হতে হবে। মাসিক অনিয়মিত হলে সে ক্ষেত্রে অবুলেশন পিরিয়ড ট্রাক করে সম্ভব না অনিয়মিত মাসিকের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।


You may also like

মাসিক কি এবং অনিয়মিত মাসিকের সমাধান

যে পদ্ধতি গুলো মেনে চললে গর্ভধারণ নিশ্চিত

সাদাস্রাব কি? সাদাস্রাব কি আসলেই দুশ্চিন্তার বিষয়

মেয়েদের কুমারিত্ব পরীক্ষার পদ্ধতি

আজীবন চেহারা ও যৌবন ধরে রাখার টিপস


এছাড়াও পুরুষের শরীরে পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে হবে। নিয়মিত ফলমূল, সবজি এবং পানি বেশি করে খেতে হবে। যাতে পুরুষের শরীরে শুক্রানুর পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রতিটি শুক্রাণু যেন সুস্থ ও সবল হয়। (Home remedies to get pregnant with a boy)


পুত্র সন্তান পাওয়ার জন্য বা কন্যা সন্তান পাওয়ার জন্য আপনাদেরকে যদি কোন চমকপ্রদ কোন কায়দার কথা বলে তাহলে সেটি এড়িয়ে চলবেন। এর কারণে হয়তো আপনাদের অর্থের ক্ষতি হতে পারে, সময় নষ্ট হতে পারে, শারীরিক ক্ষতিও হতে পারে। কমপক্ষে একটা অপচয় হবে। তাই আপাতত এগুলো এড়িয়ে চলুন। 

 সন্তান পেতে ভালো ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। অল্প সময়ের মধ্যে সন্তান না আসলে হতাশ হবেন না বরং গাইনি চিকিৎসকের  সাথে পরামর্শ করে দীর্ঘসময় ধরে চিকিৎসা নিবেন।

Post a Comment

Do not share any link

Previous Post Next Post